লেফট ওভার রুটির পিৎজা

Copy Icon
Twitter Icon
লেফট ওভার রুটির পিৎজা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • রুটি 2টি


  • পিৎজা সস 4টেবিল চামচ


  • মিক্স হার্ব 2টেবিল চামচ


  • টম্যাটো 1টি


  • গ্রেড করা চিজ 1কাপ


  • চিলি ফ্লেক্স 1/2টেবিল চামচ


  • নুন স্বাদ মতো


  • পেঁয়াজ 1টি


  • পনির 1/2কাপ কিউব করে কাটা


  • বাটার 3টেবিল চামচ

Directions

  • প্রথমে পেঁয়াজ আর টম্যাটো একদম ছোট করে কেটে নিতে হবে
  • তারপর মাইক্রোওয়েভ বাটিতে বাটার ব্রাশ করে,পনির,পেঁয়াজ আর টম্যাটো রেখে অল্প নুন দিয়ে কনভেকশন মুডে ১৬০ডিগ্রী তে 5মিনিট এর জন্য রান্না করতে হবে।
  • তারপর সেটা স্ট্যান্ডিং টাইমে 1মিনিট রেখে বের করে নিতে হবে।
  • অন্য দিকে রুটির ওপর পিৎজা সস মাখিয়ে ভেঁজে রাখা পেঁয়াজ,টম্যাটো,পনির দিতে হবে।
  • তার ওপর মিক্স হার্ব,চিলি ফ্লেক্স দিয়ে গ্রেড করে রাখা চিজ ছড়িয়ে দিতে হবে।
  • এই পিৎজা টা বেকিং ট্রে তে বাটার মাখিয়ে রেখে ১৮০ডিগ্রী তে 5মিনিট এর জন্য কনভেকশন মুডে দিয়ে চালাতে হবে।
  • তাহলেই তৈরি লেফট ওভার রুটির পিৎজা