সেভরি মাফিন

Copy Icon
Twitter Icon
সেভরি মাফিন

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 25 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 3
  • 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি


  • 2 টেবিল চামচ সুইট কর্ন


  • 2 চা চামচ কোরান গাজর


  • 2 চা চামচ কোরান বীট


  • 1 টা আলু কোরান


  • 4 চা চামচ ধনেপাতা কুচি


  • 4 টেবিল চামচ ওটসের গুঁড়ো


  • 2 চা চামচ মাখন


  • 1/2 কাপ দুধ


  • 6 চা চামচ কোরান চিজ


  • 1 চা চামচ লঙ্কা কুচি


  • 2 টেবিল চামচ টমেটো সস


  • 1 চা চামচ অরিগানো


  • 1 চা চামচ ফ্রুট সল্ট


  • 1 চা চামচ নুন

Directions

  • পেঁয়াজ কুচি সুইট কর্ন ধনেপাতা কুচি গ্রেট করা গাজর গ্রেট করা বীট গ্রেট করা আলু গ্রেট করা চিজ লঙ্কা কুচি অরিগানো ও মাখন একসঙ্গে মেশালাম
  • এরপর এর সঙ্গে ওটস এর গুঁড়ো দুধ ও মাখন মেশালাম ও পরিমাণমতো নুন দিলাম
  • মাফিনের পাত্রে বাটার মাখিয়ে নিলাম। ওটস এর মিশ্রনে ফ্রুট সল্ট মেশালাম এবং এগুলো মাফিনের পাত্রে অর্ধেক করে ভরে দিলাম।
  • মাইক্রোওয়েভে কনভেকশন মোড এ 200 ডিগ্রিতে প্রিহিট করে নিয়ে 15 থেকে কুড়ি মিনিট বেক করে নিলাম এরপর মাফিন গুলো বের করে এর উপরে এক চামচ করে টমেটো ক্যাচাপ এবং চিজ ছড়িয়ে দিলাম
  • মাইক্রো ওভেনে মাইক্রো পাওয়ারে মাফিন গুলো থার্টি সেকেন্ড ঘুরিয়ে নিলাম