ক্রানচি কুকিজ

Copy Icon
Twitter Icon
ক্রানচি কুকিজ

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 20 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 2
  • 3কাপ ময়দা


  • 2টেবিল চামচ মাখন


  • 1/2কাপ তরল দুধ


  • 1 চিমটি নুন


  • 1টেবিল চামচ ভ্যানিলা এসেন্স


  • 1/2 কাপ মিহি করা চিনি


  • কিছুটা কিসমিস

Directions

  • প্রথমে একটা বাটিতে মাখন আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • তারপর ওর মধ্যে ময়দা,নুন,ভ্যানিলা এসেন্স,তরল দুধ,নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ড তৈরি করতে হবে।
  • এই মন্ড টা 30মিনিট এর জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে।
  • 30 মিনিট বাদে ওই মন্ড টা আবার ভালো করে ঠেসে মেখে নিতে আরও একবার।
  • তারপর গোল গোল করে চ্যাপ্টা আকার দিতে হবে হাতের চেটো দিয়ে,প্রতি কুকিজ এর ওপর কিসমিস গুলো রেখে দিতে হবে,যেন গেঁথে যায়।
  • এবার কুকিজ গুলো বেকিং ট্রে তে রেখে মাইক্রো ওভেনে ১৮০ ডিগ্রী তে কনভেকশন মুডে দিতে হবে 15-20 মিনিট এর জন্য।
  • তাহলেই 20মিনিট বাদেই মুচ মুচে ক্রানচি কুকিজ তৈরি
  • চা বা কফির সাথে দারুন লাগে খেতে,বড়ো শিশুদের সবার প্রিয়